×

শিক্ষা

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা নিয়ে বিতর্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৫৯ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা নিয়ে বিতর্ক

কেক কাটছেন অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা নিয়ে বিতর্ক

১৪৬ বছরে কবি নজরুল সরকারি কলেজ।

বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বেশ কিছু অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশ হয়েছে সাধারণ শিক্ষার্থী ছাড়াই অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার শুধু মাত্র কলেজ ছাত্রলীগ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার অভিযোগ উঠেছে। নিউজে বলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী কখন কিভাবে পালন হলো তার কিছুই জানি না এটা খুবই দুঃখজনক। জানা যায়, ঐতিহ্যবাহী এই কলেজের ১৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু মাত্র ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির কয়েকজন নেতৃবৃন্দের সাথে নিয়ে কেক কাটা হয়েছে। যদিও এসময় কলেজের উপাধ্যক্ষ ড. খালেদা নাসরীন, বিভিন্ন বিভাগের শিক্ষকগণও উপস্থিত ছিলেন। [caption id="attachment_209359" align="alignnone" width="2048"] ১৪৬ বছরে কবি নজরুল সরকারি কলেজ।[/caption] কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও অনলাইন পত্রিকায় নিউজ হওয়ার বিষয়ে ফোন করা হলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ভোরের কাগজকে জানান, কোন কিছু জেনে না বুঝেই কিছু অনলাইন পত্রিকায় নিউজ করেছে। আসলে কলেজর প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়টি কোন শিক্ষার্থীকে জানানো হয়নি। শুধু মাত্র শিক্ষকদের সাথে নিয়ে কেক কাটা হয়েছে। তবে এসময় যেসব শিক্ষার্থীআশ-পাশে ছিলো তাদের যুক্ত করা হয়েছে। কিন্তু কোন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ফোন করে কেক কাটার অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App