×

প্রবাস

করোনা সচেতনতায় সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসের প্রচারাভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৭:০১ পিএম

করোনা সচেতনতায় সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসের প্রচারাভিযান
করোনা ভাইরাসের সচেতনতার লক্ষে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেছে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাস। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬ জনের মতো তার মধ্যে বাংলাদেশী আক্রান্ত হয়েছে ৫ জন তার মধ্যে অনেকে সুস্থ হয়ে হসপিটাল থেকে বাসায় ফিরে গিয়েছেন। বাংলাদেশের ৫ জন আক্রান্ত হওয়ার খবরে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দেশে ফিরে যাওয়া শুরু করে। এরই আলোকে করোনায় আতঙ্কিত না হওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নানা সচেতনতা মূলক কার্য ক্রম পরিচালিত হয়। সম্প্রতি শ্রম কল্যাণ উইং, বাংলাদেশ দূতাবাস কর্তৃক সিঙ্গাপুরস্থ বিভিন্ন ডরমেটরি সরেজমিন পরিদর্শন পূর্বক বাংলাদেশি অভিবাসী কর্মীদের সাথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে মতবিনিময়, পরামর্শ প্রদান, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড ওয়াস বিতরণ করছে। প্রবাসীদের মধ্যে অনেকেই দূতাবাসের এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ প্রকাশ করেছে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিরা। সিঙ্গাপুরে ৭/৮ টি দেশের শ্রমিকরা বিভিন্ন সেক্টরের কর্মরত আছে এখন পর্যন্ত অন্য কোনো দেশের এমন উদ্যোগ নিতে দেখা যায়নি বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায় প্রবাসীদের পাশে সবসময় বাংলাদেশ দূতাবাসে থাকবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।, শুধুমাত্র সচেতনতা ও সর্তক থাকাই করোনা ভাইরাস আক্রমন থেকে রক্ষা করতে পরে, এবং পর্যাক্রমে সবগুলো ডরমিটরিতে গিয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App