×

জাতীয়

করোনা প্রতিরোধে হাসপাতালসমূহে উপযুক্ত ব্যবস্থা নেবার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৫:৫০ পিএম

করোনা প্রতিরোধে হাসপাতালসমূহে উপযুক্ত ব্যবস্থা নেবার আহ্বান

ফাইল ছবি

পরস্পর দোষারোপ ও বাগারম্বর পরিহার করে করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালসমূহে উপযুক্ত ব্যবস্থা নেয়া ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সেই সাথে সারাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, নির্যাতন বন্ধেরও দাবি জানিয়েছে জোট। সোমবার (১৬ মার্চ) বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রিয় কমিটি এক বিবৃতিতে এসব দাবি জানান হয়েছে। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের শীর্ষ নেতা সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক আজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী রূপ নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে এই রোগ প্রতিরোধে পারষ্পরিক দোষারোপ ও বাগারম্বর পরিহার করে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হাসপাতালসমূহে উপযুক্ত ব্যবস্থা নেয়া ও সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ৬ লাখের বেশি প্রবাসী করোনা আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে এসেছে। অথচ আইইডিসিআরের সর্বশেষ সংবাদ ব্রিফিং-এ বলা হয়েছে মাত্র ২ হাজার ৩১৪ জনকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে। এতে সরকারি তথ্যের বিরাট গরমিল দেখা যাচ্ছে। ফলে দেশবাসীর প্রশ্ন বাকী যারা এসেছে তাদের অবস্থা কি এবং তারা কোথায়? বিবৃতিতে বলা হয়, ইউরোপে হোম কোয়ারান্টাইনে রাখার কথা বলেছে, সেই একই হোম কোয়ারাইন্টাইনে আমাদের দেশে থাকতে বলা একটি অবাস্তব বিষয়। যা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে, যাদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে তাদের অনেকেই রীতিমতো স্বাভাবিক মানুষের মতো বাজার-ঘাট করছে, হোটেল-রেস্তোরায় যাচ্ছে, আড্ডা দিচ্ছে, গণপরিবহনে ভ্রমণ করছে। ফলে উন্নত দেশের নকল না করে বাস্তব অবস্থা বিবেচনায় চীনের মতো রাতারাতি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ না করতে পারলেও জরুরি বরাদ্দ দিয়ে অবস্থিত হাসপাতালসমূহে করোনা ইউনিট স্থাপন এবং প্রয়োজনে কমিউনিটি সেন্টার বা খোলা মাঠে অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করে সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়া জরুরি। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, একদিকে করোনা ভাইরাসের আক্রমণ অন্যদিকে ঢাকা-কুড়িগ্রামসহ সারাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, নির্যাতন চলছে। ঢাকার মানবজমিন সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের নামে মামলা, গ্রেপ্তার ও অমানুষিক নির্যাতন- সাংবাদিক, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতাকে চরম হুমকীর মুখে ঠেলে দিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান ভোট ডাকাতির সরকার বাক-ব্যক্তি-সংবাদপত্রের স্বাধীনতা হরণ ও জনগণের কণ্ঠ রোধ করে দেশে নব্য বাকশালী ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। বিবৃতিতে করোনা মোকাবেলায় সকল দেশবাসীকে সচেতন করা ও সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানানো হয় এবং বাম জোটের সকল নেতা-কর্মীসহ সকলকে জনগণকে সচেতন করা ও সতর্ক থাকার জন্য কর্মসূচি গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App