×

শিক্ষা

করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১২:১৪ পিএম

করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ঢাবি বন্ধের ঘোষণা দেয়ার সময় সাংবাদিকদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ছবি: ভোরের কাগজ।

করোনা ভাইরাসের কারণে আগামী ১৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় পুরাতন সিনেট ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার পুরাতন সিনেট ভবনে উপাচার্য ভবন সংলগ্ন দীর্ঘ তিন ঘন্টাব্যপী এ সভা চলে। গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত রেখে ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩৬ জন শিক্ষকের অভিমতের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, আবাসিক হলসমূহের প্রাধ্যক্ষবৃন্দ, প্রক্টর, চীফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভার বিষয়ে উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমাদের করণীয় ঠিক করতে আমরা একটি মতবিনিময় সভা করি। সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু কার্যক্রম আমরা স্থগিত করেছি। সেটা হচ্ছে ক্লাস পরীক্ষা। এই সময়টা আমরা আমাদের গ্রীষ্মকালীন ছুটির সাথে সমন্বয় করে নেব। তিনি বলেন, আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত আমরা আমাদের ক্লাস পরীক্ষা স্থগিত করেছি। এসময় যে সব পরীক্ষার তারিখ ছিল সেগুলো আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় খোলার পর পুনরায় ঠিক করবেন। উল্লেখ্য, করোনা ভাইরাসের আতঙ্কে ক্লাস পরীক্ষা বর্জন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাময়িক বন্ধের দাবিতে অনশনেও বসেছিলেন চারজন শিক্ষার্থী। ক্যাম্পাস বন্ধে স্মারকলিপিও প্রদান করেছিল ডাকসু। এসকল কিছু বিবেচনায় আজ সোমবার সকাল দশটায় এ জরুরি সভার আহ্বান করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাময়িক বন্ধের ঘোষণা আসল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App