×

আন্তর্জাতিক

করোনায় ইউরোপের তিন দেশে ২৪ ঘণ্টায় মৃত ৪৯৪

Icon

nakib

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৩৩ এএম

করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের তিন দেশে। ইতালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩৬৮ জন করোনা রোগীর মৃত্যু হওয়ায় দেশটিতে মৃতের সংখা দাড়াল এক হাজার ৮০৯ জনে। একই দিনে স্পেনে মৃত্যু হয়েছে ৯৭ জনের এবং মৃতের সংখ্যা ২৮৮ জন। অন্যদিকে ফ্রান্সেও গত ২৪ ঘণ্টায় প্রাণ হারান ২৯ জন এবং মোট মৃতের সংখ্যা ১২০ জন। যুক্তরাজ্যেও একদিনে দেশটির সর্বোচ্চ রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৫ জনে। মহামারি প্রতিরোধে ইউরোপের সরকারগুলো নাগরিকদের চলাচল নিয়ন্ত্রণ করতে সীমান্ত বন্ধ করে দিচ্ছে। ইতোমধ্যে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক এবং লুক্সেমবার্গের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। ৫ জনের বেশি লোক জমায়েত হতে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রিয়া। বেশ কিছু দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। মহাদেশটির বিভিন্ন দেশে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে। উল্লেখ্য, এরআগে ইউরোপকে চীন থেকে ছড়িয়ে পড়া এ মরণঘাতি ভাইরাসটির কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App