×

বিনোদন

মোশাররফ-মমর ‘উচ্চতর ভালোবাসা’

Icon

nakib

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১০:২৭ এএম

মোশাররফ-মমর ‘উচ্চতর ভালোবাসা’

মোশারফ-মম

ঈদুল ফিতর আসতে এখনো বেশ খানিকটা দেরি। তবে এখনই নির্মাতারা ব্যস্ত হয়ে উঠেছেন ঈদ নাটক নির্মাণে। যে কারণে অভিনয় শিল্পীরাও ঈদ নাটকের জন্যই বেশি সিডিউল দিচ্ছেন, নিয়মিত কাজ করছেন। নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবু আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মাণ করেছেন নাটক ‘উচ্চতর ভালোবাসা’। নাটকে আবারো একসঙ্গে কাজ করেছেন এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী জাকিয়া বারী মম। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান নির্মাতা। নাটকটি নির্মাণের আগে গত একুশে গ্রন্থমেলা নিয়ে খুব ব্যস্ত সময় পার করেছেন বাবু। কারণ গ্রন্থমেলায় তার লেখা ‘যে মনে কারফিউ’ উপন্যাসটি প্রকাশিত হয়েছে। এর প্রকাশনা উৎসবেও উপস্থিত ছিলেন মোশাররফ করিম। নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘মম ভীষণ আবেগপ্রবণ একজন মানুষ। আবেগের পজিটিভ-নেগেটিভ দুটোই আছে। মম খুব ভালো অভিনয় করে আসলে আবেগের কারণেই। আমার মনে হয় আগামীতে মমর আরো অনেক সময় পড়ে আছে নিজেকে অভিনয়ে আরো প্রমাণ করার। আর বাবু ভালো লিখে, ভালো নির্দেশনাও দেয়। কাজের প্রতি তার মনোযোগটা আছে, যেটা থাকা খুব জরুরি।’ জাকিয়া বারী মম বলেন, ‘আবেগতো আসলে মানুষের জীবনে নানাভাবে প্রবাহিত হয়। একজন মোশাররফ ভাইয়ের অভিনয়ে আবেগটা আমরা বেশ ফলপ্রসূভাবেই পাই। একজন মোশাররফ করিমকে নিয়ে আরো যে ধরনের চ্যালেঞ্জিং কাজ করার কথা, তা হচ্ছে না।’ এরইমধ্যে মোশাররফ করিম ও মম সাগর জাহানের নির্দেশনায় ‘এক বৈশাখী ভোরে’ এবং ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকের কাজও শেষ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App