×

বিনোদন

দুরন্তের ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৭:৪৭ পিএম

দুরন্তের ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’

শিশুদের বঙ্গবন্ধুর গল্প শোনাবেন আসাদুজ্জামান নূর

দুরন্ত টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’। গল্প বলার ধারাবাহিক এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফাহিমা আহমেদ চৈতী এবং নাট্যরূপ দিয়েছেন অলোক বসু।

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে শিশু শিল্পীদের পাশাপাশি তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। ধারাবাহিকটি সপ্তাহের প্রতিদিন রাত ৯.০০টায় প্রচার হচ্ছে।

আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চের পর্বে শিশুরা শুনবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সংগ্রামী জীবনের গল্প। শিশুদের এই গল্প শোনাবেন আসাদুজ্জামান নূর। বিশেষ এই পর্বগুলো দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে রাত ৯ টায়। এই ধারাবাহিকটিতে শিশু সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন ফারিবদা ফাইজা, সৈয়দা আদ্রিতা হাদী স্নেহা, সিমরিন শাহিন রুপকথা, হিরণময় সাহা নক্ষত্র, তাসলিম কাদের মুনসহ অনেকে।

পরিবারের বড় সদস্যদের ভূমিকায় অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী সরকার অপু, ডা. এজাজ, ত্রপা মজুমদার, অপর্না ঘোষ, মনোজ প্রামাণিক, আহসান হাবীব নাসিম, শতাব্দী ওয়াদুদ, মৌটুসী বিশ্বাস, কাজী নওশাবা আহ্মেদ ও মোমেনা চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App