×

আন্তর্জাতিক

করোনা নিয়ে বৈঠকে বসছেন সার্ক অন্তর্ভুক্ত দেশের নেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১২:০২ এএম

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাস ঠেকাতে পরামর্শ ও উপযুক্ত কর্মকৌশল ঠিক করতে আজ বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত ৮টি দেশের নেতারা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর নেতারা করোনাভাইরাস থেকে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন কৌশল ও পদক্ষেপ নিয়ে কথা বলবেন। শুক্রবার (১৩ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে করোনাভাইরাস ঠেকাতে বিভিন্ন কৌশল নিয়ে পরামর্শ করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে লিখেন ‘নাগরিকদের সুস্থ রাখতে দক্ষিণ এশিয়ায় বসবাসকারী জনগণের সর্বত্বভাবে সচেষ্ট হওয়া উচিত।’ দ্বিতীয় টুইটে তিনি সার্ক সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের উপযুক্ত কৌশল তৈরির প্রস্তাব রাখেন, যা তাঁর মতে গোটা পৃথিবীর কাছে ‘দৃষ্টান্তমূলক’ হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা সেই টুইটেই নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে যোগ দিতে সম্মতি জানান। দক্ষিণ এশিয়ার সার্বিক কল্যাণের উদ্দেশ্যে ১৯৮৫ সালে সার্ক গঠন করা হয়। বাংলাদেশ, ভারতসহ ভুটান, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানস্তিান র্সাক দশেগুলোর অর্ন্তভুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App