×

শিক্ষা

করোনা আতঙ্কে ক্যাম্পাস বন্ধের দাবি, আগামীকাল জরুরি সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৮:১০ পিএম

করোনা আতঙ্কে ক্লাস পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধে অনশনে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। ক্যাম্পাস বন্ধে স্মারকলিপিও প্রদান করেছে ডাকসু। এসকল কিছু বিবেচনায় আগামীকাল সোমবার (১৫ মার্চ) সকাল দশটায় এক জরুরি সভার আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের জরুরি সভা, প্রক্টর ও ডাকসু নেতাদের অনুরোধে অনশন স্থগিত করেছে শিক্ষার্থীরা। জরুরি সভার কথা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বিভিন্ন বিভাগ ক্লাস পরীক্ষা বর্জন করেছে। এদিকে আমাদের শিক্ষার্থীরা অনশনে অসুস্থ হয়ে পড়েছে।ডাকসুর পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানানো হয়েছে। আমাদের শিক্ষার্থীদের যে কথা সেটা আমাদেরও কথা। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে। যেকোন কিছু আমরা চাইলেই সিদ্ধান্ত নিতে পারি না। অনশন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুনায়েদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের সবসময় সম্মান রয়েছে। আমাদের প্রক্টর স্যার, ডাকসু প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছে আগামীকাল জরুরি সভা অনুষ্ঠিত হবে। সে সভা পর্যন্ত আমরা আমাদের অনশন স্থগিত করছি। তিনি বলেন,যদি সভা সিদ্ধান্তে আমাদের দাবির প্রতিফলন না দেখা যায় তাহলে কাল আবারও অনশনে বসব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App