প্রকাশিত: মার্চ ১৫, ২০২০ , ১০:১০ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২০ , ১০:১০ অপরাহ্ণ
ভোলার জামায়াতের আমির মতিউর রহমান
ভোলার দৌলতখান উপজেলার জামায়াতের আমির, দৌলতখান সরকারি আবুআবদ্যুল্লা কলেজের সহকারি অধ্যাপক মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০১৪ সালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। রাজশাহীর বাগমারায় মতিউর রহমানের গ্রামের বাড়ি, তিনি শিক্ষকতা করেন দৌলতখানে। ২০০৪ সালে দৌলতখান কলেজে আলোচিত বাংলা ভাই( জেএমবি) চিঠি পাওয়াকে কেন্দ্র করে জিডি হয় দৌলতখান থানা। ঐ উরো চিঠি মতিউর রহমান ওই সময় কলেজে রেখে ছিল বলে আলোচনা হয়।
রবিবার (১৫ মার্চ) রাত ৯ টার দিকে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমানের নেতৃত্বে এস আই মাসুদ, এস আই শাহনেওয়াজ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।