×

খেলা

ভারতে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৬:২৩ পিএম

ভারতে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা

ভারতের জাতীয় দলের খেলোয়াররা।

প্রাণঘাতী করোনার আতঙ্কে ভারতে সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  শনিবার (১৪ মার্চ) বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ড সেক্রেটারি জয় শাহর বরাত এ সিদ্ধান্ত জানিয়েছেন।

যেসব ম্যাচ আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- পেটিএম ইরানি কাপ, সিনিয়র নারী ওয়ানডে নকআউট টুর্নামেন্ট, ভিজ্জি ট্রফি, সিনিয়র নারী ওয়ানডে চ্যালেঞ্জার, নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি লিগ, সুপার লিগ এবং নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ নকআউট এবং নারী অনূর্ধ্ব-২৩ ওয়ানডে চ্যালেঞ্জার।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) ভারতের জমজমাট ঘরোয়া ক্রিকেট আসর আইপিএল পেছানোর ঘোষণা দেয়া হয়। ২৯ মার্চ আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ মার্চ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচও স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে সকল ধরণের ভিসা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App