×

সম্পাদকীয়

ত্বকী হত্যার বিচার আর কতদূর?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৭:৪০ পিএম

সাত বছর পার হলেও কোনো কিনারা হয়নি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর স্কুলছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলা। অভিযোগ রয়েছে, শুরুর দিকেই প্রশ্নবিদ্ধ তদন্তের কারণে ত্বকীর ঘাতকরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এমনকি আলোচিত এ মামলার চার্জশিটই এখনো দাখিল হয়নি। অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের যোগসূত্র থাকায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এ অবস্থায় বিচার নিয়ে হতাশা বিরাজ করছে বিচারপ্রার্থী সবার মাঝে। ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হয় ত্বকী। নির্মমভাবে খুন হওয়ার দুদিন পর শীতলক্ষ্যা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, র‌্যাবের তদন্তে ত্বকী হত্যাকারীরা চিহ্নিত হয়েছে। চার্জশিটও প্রায় প্রস্তুত। কিন্তু কেন তা আদালতে জমা দেয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা দেখেছি, প্রশাসন যদি চায় তাহলে যে কোনো ঘটনার বিচার কাজ দ্রুত করা সম্ভব। যার প্রমাণ রাজন ও রাকিব হত্যার ঘটনা। কিন্তু ত্বকীর ক্ষেত্রে আমরা তা দেখছি না। আমরা দেখছি নারায়ণগঞ্জে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। বহুল আলোচিত ৭ খুন মামলার বিচার এখন চলমান। অপরাধের বিচার না হলে অপরাধ ঘটতেই থাকবে, এটা জানা কথা এবং তাই ঘটছে। ত্বকী হত্যা মামলার ক্ষেত্রে বিচারের ব্যাপারে সরকার পক্ষের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, দলীয় অন্ধত্বকে প্রশ্রয় দেয়ার কারণেই নারায়ণগঞ্জে সন্ত্রাসের মূলোৎপাটন করা যাচ্ছে না। এতকিছুর পরও আমরা বিশ্বাস করতে চাই, আমাদের সরকার ও রাজনীতি অঙ্গনের নীতিনির্ধারকদের বোধোদয় ঘটবে। ত্বকী হত্যার মতো নৃশংস অপরাধের অপরাধীদের সমুচিত শাস্তি নিশ্চিত করতে তারা আন্তরিক হবেন। দেশে সন্ত্রাসের মূলোৎপাটন করতে হলে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে, কোনো স্বার্থ বিবেচনাতেই যেন প্রকৃত দোষী কেউ পার পেয়ে না যায়। গতকাল ভোরের কাগজে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে মামলার তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, তদন্ত চলছে, তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে। শিগগিরই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরো বলেন, মামলায় আরো বেশ কিছু বিষয় আছে, যেগুলো উন্মোচিত হয়নি। এ কারণেই তদন্তে দেরি হচ্ছে। আমরাও আশাবাদী হতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’ অর্থাৎ বিচার বিলম্বিত হওয়া মানে বিচার না হওয়া। আমরা দেখছি বিচার দীর্ঘদিন ঝুলে থাকলে এক সময় আসামিরা মারা যান, সাক্ষীদের খুঁজে পাওয়া যায় না, তদন্তকারী কর্মকর্তাও অনেক সময় থাকেন না বা অনেকে অবসরে চলে যান। এভাবেই অনিশ্চিত হয়ে পড়ে ন্যায়বিচার। এভাবেই তৈরি হয় বিচারহীনতার সংস্কৃতি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের সাজা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য মামলার নিষ্পত্তি হওয়া জরুরি। আমরা আশা করব ত্বকী হত্যার বিচার ত্বরান্বিত করতে যেন উদ্যোগ নেয়া হয়। এ হত্যার বিচারের জন্য আর যেন বিচারপ্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরতে না হয়। নাগরিক সমাজকে সভা-সেমিনার বা মানববন্ধন করে প্রতিবাদ জানাতে না হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App