×

জাতীয়

কুড়িগ্রামের ডিসির বিচারের দাবি গণসংহতি অন্দোলনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৮:২৭ পিএম

কুড়িগ্রামের ডিসির বিচারের দাবি গণসংহতি অন্দোলনের

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

সাংবাদিক আরিফুল ইসলামকে গভীর রাতে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। শনিবার (১৪মার্চ) সন্ধ্যায় দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে সাংবাদিক আরিফের মুক্তি দাবি করেন। একইসঙ্গে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনসহ এ ঘটনায় জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার দাবি করেন।

গণসংহতির দফতরের দায়িত্বপ্রাপ্ত বাচ্চু ভুঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জনগণের ম্যান্ডেটহীন আওয়ামী সরকার বর্তমানে পুলিশ প্রশাসন ও আমলাতন্ত্রের ওপর নির্ভর করে অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। এই পরিস্থিতি রাষ্ট্রের জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ দেখাতে পারছে না। এতে আরও বলা হয়, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তার মুক্তি এবং ক্ষমতার অপব্যবহারকারী কুড়িগ্রাম জেলার ডিসি ও ম্যাজিস্ট্রেটের বিচার দাবি করেছে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App