×

আন্তর্জাতিক

করোনায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

Icon

nakib

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১০:৪৩ এএম

করোনায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্যসংস্থা করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণার পর ভাইরাসটি যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ে ৪১ জনের প্রাণহানির পর দেশটিতে জরুরী অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) জারি করা এ জরুরি অবস্থার মধ্যেই প্রাণঘাতি ভাইরাসটি মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দের ঘোষণা দেয়া হয়। জরুরি অবস্থা জারি দেশটিতে একটি বিরল প্রেসিডেন্সিয়াল ক্ষমতা গ্রহণের ঘটনা। সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধন করা হবে এ ক্ষমতা ব্যবহার করে। ট্রাম্প জানান দেশটিতে স্বাস্থ্য ও মানবিক সেবায় নিয়োজিত কর্মকর্তাদের সহজে সেবা প্রদানের সুবিধার্থে নিয়ম-কানুন শিথিল করা হবে। ইতোমধ্যে দেশটিতে করোনা ছড়িয়ে পরায় এবং ভাইরাস পরিক্ষা কারার সরঞ্জাম সংকেটের কারণে ট্রাম্পের সমালোচনার মুখেই এ জরুরি অবস্থা জারি করা হলো। তবে টেস্টিং সক্ষমতা ব্যাপক আকারে বাড়ানো হবে জানান ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App