×

আন্তর্জাতিক

করোনায় ইতালির পাশে চীন

Icon

nakib

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৪:১৬ পিএম

করোনায় ইতালির পাশে চীন

চীনের প্রতিনিধি দল

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিপর্যস্ত করে দিচ্ছে সারা বিশ্বকে। বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপি জরুরি অবস্থা জারি করেছে। তবে নিজেদের সংক্রমণের হার কমিয়ে বিশ্বের অন্যান্য দেশকে সহায়তায় এগিয়ে আসছে চীন। দেশটিতে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় জরুরি ভিত্তিতে স্থাপন করা হাসপাতালগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

চীনের পর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ইতালির জন্য একটি বিমানে করে প্রয়োজনীয় চিকিৎসার ৩০টন সরঞ্জাম নিয়ে ৯ জনের একটি প্রতিনিধি দল দেশটিতে পৌছেছে। ফেব্রুয়ারিতে ইতালিতে ভাইরাসটি সনাক্ত হওয়ার এরই মধ্যে ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৬ জনের।অন্যদিকে চীনের ব্যবসায়ী বর্তমানে বিশ্বের সেরা ধনি জ্যাক মা যুক্তরাষ্ট্রকে করোনা টেস্ট করার ৫ লাখ কিট ও ১ মিলিয়ন মাস্ক প্রদানের ঘোষণা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App