×

জাতীয়

তৃতীয় ব্যক্তিও প্রথম পরীক্ষায় সংক্রমণ মুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১২:৪০ পিএম

তৃতীয় ব্যক্তিও প্রথম পরীক্ষায় সংক্রমণ মুক্ত

করোনা নিয়ে প্রেস ব্রিফিং

করোনা আক্রান্ত তৃতীয় ব্যক্তির প্রথম পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি নেগেটিভ এসেছে। আগামী ২৪ ঘন্টায় তার আরো একটি পরীক্ষা করা হবে। সেটি নেগেটিভ এলে তিনিও করোনা সংক্রমণ মুক্ত হবেন।

শনিবার (১৪ মার্চ) সকালে প্রতিষ্ঠানের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরো বলেন, ইতালি থেকে দেশে ফিরে আসা ১৪২ জনকে হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কারোরই উচ্চ তাপমাত্রা নেই। তাদের বিস্তারিত তথ্য ও পরীক্ষার রিপোর্ট পাবার পরই তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আইইডিসিআর বলছে, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নয়জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App