চলমান রাজনৈতিক পরিস্থিতি, করোনা ভাইরাস ও খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নিধারণী স্থায়ী কমিটি। এই বৈঠকে স্কাইপির মাধ্যমে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াপারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার জানান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, করোনা ভাইরাস নিয়ে আগামী কর্মসূচি ও করণীয় নির্ধারণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন দলটির শীর্ষ নেতারা। বৈঠকে স্কাইপিতে সংযুক্তর আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াপারম্যান তারেক রহমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।