×

জাতীয়

সুস্থ দুজনের একজন বাড়ি ফিরেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ১০:৫০ এএম

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শুক্রবার (১৩ মার্চ) সকালে এ তথ্য জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের করোনা পরিস্থিতি নিয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যান মন্ত্রী। ওই বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। আইডিসিআর পরিচালক বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনের নমুনা পরীক্ষায় ইতোমধ্যেই ফলাফল নেগেটিভ এসেছে। ওই দুইজনের একজন বাড়ি চলে গেছেন। তিনি জানান, করোনা সন্দেহে দেশে এখন পর্যন্ত মোট ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App