×

জাতীয়

বিদেশফেরতরা ঘরে না থাকলে আইনি ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৩:১৬ পিএম

বিদেশফেরতরা ঘরে না থাকলে আইনি ব্যবস্থা

বিদেশ ফেরতদের স্বাস্থ্য পরীক্ষা। ছবি: ফাইল

বিদেশফেরতদের নিজ ঘরে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে এমন কঠোর নির্দেশনা দিয়েছে সংস্থার কর্মকর্তারা।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, আমরা অনেক ক্ষেত্রে দেখছি বিদেশেফেরতটা হোম কোয়ারেইন্টাইনে থাকছেন না। আমরা অনুরোধ করেছি এতদিন। তবে সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। সেক্ষেত্রে আমরা সংক্রামক ব্যধি আইন প্রয়োগ করতে পারি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, করোনায় আক্রান্তের পর যে দুজন সুস্থ হয়েছেন, তাদের মধ্যে একজন বাড়ি ফিরেছেন। সুস্থ আরেকজন বাড়ি যাননি। কারণ তার পরিবারের একজন অসুস্থ এবং বাড়িতে পরিবারের সদস্যরা সবাই কোয়ারেন্টাইনে রয়েছেন। সেজন্য তাকে হাসপাতালেই রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App