×

খেলা

ফিরতে মরিয়া মোসাদ্দেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ১০:৪৩ এএম

ফিরতে মরিয়া মোসাদ্দেক

মোসাদ্দেক হোসেন সৈকত

ডিসেম্বরে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার সময় কাঁধে চোট পান মোসাদ্দেক হোসেন সৈকত। আর ওই ইনজুরির কারণে তাকে চলে যেতে হয় মাঠের বাইরে। ওই ইনজুরির পর কেটে যায় আরো ৩ মাস। কিন্তু এর মাঝে তিনি আর ফিরতে পারেননি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তবে অবশেষে শেষ হচ্ছে তার সেই অপেক্ষার পালা। তিনি আগামী ১৫ মার্চ থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নামবেন। ঢাকা প্রিমিয়ার লিগে তাকে খেলতে দেখা যাবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর জার্সিতে। ক্রিকেট মাঠে নিজের প্রত্যাবর্তন নিয়ে গতকাল নিজেই জানান মোসাদ্দেক। তিনি জানান, ইনজুরি থেকে এখন পুরোপুরি সেরে উঠেছেন এবং পুরোপুরি ফিট আছেন। মোসাদ্দেক বলেন, ‘বিপিএলের ৮ নম্বর ম্যাচে কাঁধে ব্যথা পেয়েছিলাম। এরপর পুনর্বাসনে ছিলাম। পুনর্বাসনের শেষ দিকে কাঁধে একটা ইনজেকশন দেয়া হয়েছে। এখন ফিট আছি’। এদিকে মোসাদ্দেক ফিরছেন এমন খবরে দারুণ উচ্ছ¡সিত আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। লিগে মোসাদ্দেককে ফিনিশার হিসেবে খেলবে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা লিগে ৩/৪ বছর ধরে সে নিজেকে প্রমাণ করে যাচ্ছে। আর ওর বোলিংটাও আমাদের জন্য জরুরি হবে। আর সত্যি বলতে মোসাদ্দেক ফিনিশার হিসেবে খেলবে দলে’। এদিকে ওই ইনজুরির কারণে জাতীয় দল থেকেও তাকে ছিটকে যেতে হয়। এখন আবার জাতীয় দলে ঢুকতে হলে তাকে কঠিন পরীক্ষা দিয়েই আসতে হবে। আর ঢাকা প্রিমিয়ার লিগ তার জন্য বড় পরীক্ষার জায়গা। এখন দেখার বিষয় এই পরীক্ষায় তিনি কতটা সফল হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App