×

আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় সার্কের ভিডিও কনফারেন্সের ডাক

Icon

nakib

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৭:৪০ পিএম

বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করার মধ্যেই সার্কভুক্ত দেশগুলোতে করোনা আক্রান্তে সংখ্যা বাড়ছে। এ সংকট মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার এক টুটার বার্তায় তিনি বলেন, “করোনা ভাইরাস মেকাবিলায় সার্কভুক্ত দেশের নেতৃত্বে একটি শক্তিশালী পরিকল্পনা গ্রহণের প্রস্তাবনা দিচ্ছি। আমাদের নাগরিকদের সুস্থ্য রাখতে আমরা ভিডিও কলের মাধ্যমে আলোচনা করতে পারি। একসাথে কাজ করে আমরা বিশ্বে একটি নজির স্থাপন করতে পারি এবং একটি স্বাস্থ্যকর পৃথিবী গড়তে ভূমিকা রাখতে পারি।”

গত কয়েকদিন যাবত সার্কভুক্ত দেশের করোনা রোগির সংখ্যা বাড়তে থাকার মধ্যেই এ ঘোষণা আসলো। এরই মধ্যে ভারত করোনা মোকাবেলায় ইতালি ও ইরানের সাথে কাজ করছে। তবে ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের জের ধরে সার্কভুক্ত দেশের সাথে কাজ করার মোদির এ ঘোষণা আসায় অনেকে হতবাক হোন।

উল্লেখ্য, ভারতে ভাইরাসটিতে ৭০ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পাকিস্তানে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App