×

আন্তর্জাতিক

করোনায় স্পেনে জরুরি সতর্কতা জারি

Icon

nakib

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৯:১০ পিএম

করোনায় স্পেনে জরুরি সতর্কতা জারি

স্পেনে জুরুরী সতর্কতা

চীনের পর ইউরোপে করোনা ব্যাপক আকারে ছড়িয়ে পরেছে এবং প্রতিনিয়ত প্রাণহানির সংখ্যা বাড়ছে। মাত্র এক রাতের ব্যবধানে স্পেনে করোনা ভাইরাসে ৫৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৬৩ জন আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটিতে ‘স্টেট ইমার্জেন্সি’ জারি করেছে। নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ২০৯ জনে এবং মৃত্যু হয়েছে ১২০ জনের।

জরুরি সতর্কতার প্রথম অংশ হিসেবে এ এলার্ট ১৫ দিন বলবৎ থাকবে। এ জরুরী অবস্থার মাধ্যমে জনগণকে আবদ্ধ থাকার আদেশ দেয়া যাবে অথবা গণ জমায়েত নিষিদ্ধ করতে পারবে দেশটি।

ইতোমধ্যে দেশটির নাইট ক্লাব, ডিসকো ক্লাব, জিম, এবং কেসিনো বন্ধ রাখার কথা বলা হয়েছে। দেশটির গণমাধ্যম জানাচ্ছে মাদ্রিদে খাবারের হোটেল, বার ও দোকানগুলোও বন্ধ করতে বাধ্য করা হচ্ছে। শুধুমাত্র সুপারশপ ও ঔষধের দোকান খোলা রাখার অনুমতি দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App