×

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ১১:৪৯ এএম

করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। পরীক্ষায় করোনাভাইরাসে উপস্থিতি পাওয়া ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রয়েছেন জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। বৃহস্পতিবার গভীর রাতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ সংবাদ জানায় বার্তা সংস্থা সিএনএন। বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর কর্যালয় জানায়, যুক্তরাজ্যে বক্তৃতা দেওয়ার পরে বুধবার হালকা জ্বরের লক্ষণ নিয়ে দেশে ফেরেন সোফি গ্রেগরি ট্রুডো। তবে জাস্টিন ট্রুডোর শরীরে করোনার কোন লক্ষণ নেই। তিনি সুস্থ আছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবং চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে তিনি ১৪ দিনের জন্য পকোয়ারেন্টাইনে রয়েছেন।" এতে আরো বলা হয়েছে যে চিকিত্সকদের পরামর্শে তাঁর কোনও লক্ষণ না থাকায় তাকে পরীক্ষা করা হবে না। তিনি কোয়ারেন্টাইনে থেকেই অনলাইনে তার দায়িত্ব পালন করে যাবেন। একই কারণে, চিকিত্সকরা বলেছেন যারা সম্প্রতি তাঁর সাথে যোগাযোগ করেছেন তাদের কোনও ঝুঁকি নেই। কানাডায় কর্নাভাইরাসের ১৪৭ টি করোনায় আক্রান্তের ঘটনা ঘটেছে , যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App