×

সারাদেশ

শাহজাদপুর বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেহালদশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৩:৫৮ পিএম

শাহজাদপুর বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেহালদশা
শাহজাদপুর বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেহালদশা
বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা হতে বাঘাবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন যাত্রীবাহি যানবহণ চলছে জীবনের চরম ঝুঁকি নিয়ে। গত এক যুগ ধরে সড়কটির মেরামত ও সংস্কারের নামে শুধু জোড়াতালি দিয়েই শেষ করা হয়েছে। সড়কটি নির্মাণ কালে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে বলে এলাকাবাসির অভিযোগ রয়েছে। এর উপর দীর্ঘ দিন ধরে ভারি যানবহণ চলাচল ও অতিমাত্রায় বৃষ্টিপাতের কারণে এ সড়কের অধিকাংশ স্থান ভেঙ্গে গেছে। এর ওপর আবার সড়কটির অধিকাংশ এলাকা জুড়ে বড় বড় খাদ ও অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে শাহজাদপুরের টেটিয়ারকান্দা হতে বাঘাবাড়ি পর্যন্ত এই ১০ কিলোমিটার সড়কের কার্পেটিং সিলকোর্ট উঠে গিয়ে চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। তারপরেও বিকল্প কোন উপায় না থাকায় এ সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শাহজাদপুর উপজেলা সহ ১০টি জেলার লক্ষাধিক যাত্রী নিয়ে ২ হাজার ট্রাক, বাস-কোচ যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এছাড়াও বাঘাবাড়ি ঘাট হতে ১৬টি জেলায় সার ও জ্বালানী তেল সরবরাহ হয়ে থাকে। তাই সেগুলো ঝুঁকি নিয়েই এরাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। বুধবার (১১ মার্চ) এ সড়কের ভাঙ্গা অংশ সরেজমিন দেখা যায়,বড় বড় খাদ ও গর্ত তার মধ্যে দিয়েই গাড়িগুলি চলছে। এ ব্যাপারে কথা হয় যুগনিদহ গ্রামের আরিফুল ইসলাম, রমজান আলী সিকদার ও আমিনুল হকের সাথে। তারা জনান, এ সড়কটি এতোই খারাপ যে প্রতিদিনই সড়ক দূর্ঘটনা লেগেই আছে। প্রাণহানী নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। গত ১০ বছরে এ সব সড়কে শতাধিক মানুষ নিহত ও সহস্রাধিক মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এ সব পরিবার এখন অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। তারা বলেন, সড়কের এ বেহাল অবস্থা না হলে এ অবস্থার সৃষ্টি হতো না। এ জন্য তারা সড়ক ও জনপথ বিভাগকে দায়ি করে বলেন, সময় মত এ সড়কটি সংষ্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, আলহাজ হোসেন,আবু জাফর বলেন, রাস্তা খারাপের কারণে এ সড়কে দূর্ঘটনা আশংকা জনক হারে বেড়ে গেছে। প্রতিদিনই গাড়ির স্প্রীং পাতি ভেঙ্গে গাড়ি উল্টে পড়ে। এ ছাড়া সড়ক খারাপের কারণে গাড়ির টায়ার ও যন্ত্রাংশ বেশি নষ্ট হচ্ছে। এতে গাড়ির আয়ুষ্কাল কমে গেছে। ফলে মালিকদের চরম আর্থিক লোকসান ও দূর্ঘটনা বেড়ে গিয়ে প্রাণহানীর ঘটনা আশংকা জনক হারে বেড়ে গেছে। এ ব্যাপারে উল্লাপাড়া সড়ক ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী জামিল আকতার বলেন, উল্লাপাড়া হতে বাঘাবড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। রাস্তাটি চলাচলের উপযোগী করতে সাময়িক সংস্কার কাজ চলছে। অনুমোদন পাওয়া গেলে স্থায়ী সংষ্কার কাজ শেষ করে এ সমস্যর সমাধান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App