×

আন্তর্জাতিক

যে মন্দিরে যেতে পারেন শুধু নারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১১:১৮ এএম

যে মন্দিরে যেতে পারেন শুধু নারীরা

মন্দিরে প্রার্থনারত

শবরিমালা পাহাড়ে অবস্থিত আয়াপ্পাস্বামী মন্দিরের ঠিক বিপরীত পাশে। তামিলনাড়ুর কোয়েম্বাটরের মা লিঙ্গাভৈরবীর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি রয়েছে শুধু নারীদেরই। আদিশক্তির ভৈরবী দেবীর এই মন্দিরের পূজারিও মহিলা, যাদের উপাসিকা এবং বৈরাগিনী মা নামে অভিহিত করা হয়।

কোয়েম্বাটরের সদগুরু জগিগ বসুদেব আশ্রমের অভ্যন্তরে অবস্থিত মা লিঙ্গাভৈরবী মন্দিরে যে কোনো বয়সের নারীই ঢুকতে পারেন। এমনকি ঋতুস্রাব চলাকালীনও মন্দিরে ঢুকে পুজো দিতে পারেন তারা। মন্দির চত্বরে পুরুষ এবং নারী প্রবেশ করলেও গর্ভগৃহে প্রবেশাধিকার রয়েছে শুধুই মেয়েদের।

মন্দিরের উপাসিকা মা নির্মলা জানালেন, যে কোনো সময়ে, যে কোনো বয়সের মহিলারা যাতে নিশ্চিন্তে মন্দিরে প্রবেশ করতে পারেন, সেকথা চিন্তা করেই সদগুরু এই উদ্যোগ নিয়েছিলেন। কারণ কেরলের শবরীমালার আয়াপ্পাস্বামীর মন্দির, মহারাষ্ট্রের সিগনাপুরের শনি মন্দিরের গর্ভগৃহে মেয়েদের প্রবেশাধিকার নেই। এমনকি দেশের বেশির ভাগ দেবী মন্দিরেই ঋতুস্রাব চলাকালীন মেয়েদের প্রবেশ বর্জিত। সেখানে এই মন্দির নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ বলেই মনে করছেন সমাজকর্মী এবং নারীবাদীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App