×

সারাদেশ

মুকুলে মুকুলে ছেয়ে গেছে শাহজাদপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৩:৪৮ পিএম

মুকুলে মুকুলে ছেয়ে গেছে শাহজাদপুর
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গ্রামে গ্রামে বশতবাড়ির আঙ্গিনায় আমের মুকুলে মুকুলে ছেয়ে গেছে গাছ। ঋতুরাজ বসন্তে প্রকৃতি যেন সেজেছে অপরুপ সাজে। সেইসাথে বাতাসে ছড়াচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। কিছু কিছু গাছে আমের গুটিও দেখা যাচ্ছে। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। ছয়ঋতুর এই বাংলাদেশে ষড়ঋতুর রাজা বসন্ত। শাহজাদপুরে পৌর শহরে অনেকেইে শখের বসে বাগান ছাদ করেছেন। সেখানেও স্থান পেয়েছে হাড়িভাঙ্গা, লেংড়া, গোপাল সহ নানা জাতের আমের চারাগাছ। সেসকল ছাদ বাগানেও আমের মুকুলে ভরপুর। গাড়াদহ গ্রামের আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শাহজাদপুর বৃক্ষ মেলা থেকে দুবছর আগে হাড়িভাঙ্গা ও আম্রপালি সহ কয়েক জাতের চারা এনে তার বাড়িতে লাগিয়েছেন। গত বছর মকুল আসে নাই। এবছর তিনটি গাছে প্রচুর মুকুল এসেছে। আশা করছি আমও ভাল আসবে। শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম জানান, শাহজাদপুরে বানিজ্যিকভাবে আমের চাষ না হলেও বশত বাড়ির আঙ্গিনায় ২৬০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে অনেকেই অর্থনৈতিকভাবে লাভবান হবেন। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর এ উপজেলায় ৭ হাজার ২৮০ মেট্রিক টন আমের ফলন হবে। অকালে যেন আমের গুটি ঝরে না যায় সে বিষয়ে মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি অফিসারগন পরামর্শ দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App