×

আন্তর্জাতিক

প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে মৃত বেড়ে ৪৬৩৩ 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১০:৩৯ এএম

প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে মৃত বেড়ে ৪৬৩৩ 

করোনা ভাইরাস

প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল যেন থামার নয়। বিশ্বজুড়ে ছড়িয়েছে এর ভায়াবহতা।  করোনা ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩০০ জন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে ৬৮ হাজার ২৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চীনের মূল ভূখণ্ড করোনার উৎপত্তি স্থান উহানে মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৯ জন এবং আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৯৬ জন। এদিকে চীনের পরই মৃতের দিক থেকে এগিয়ে রয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় আরো ১৯৬ জনের মৃত্যু হওয়ায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭ জনে।

এর আগ পর্যন্ত ইতালিতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছিল ৬৩১ জন। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৪৯। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬২ জনে।

করোনা মহামারি আকার ধারণ করায় বুধবার (১১ মার্চ) প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App