×

সারাদেশ

তিন পাসপোর্টধারীকে ফিরিয়ে দিল আগরতলা ইমিগ্রেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৬:৩৭ পিএম

তিন পাসপোর্টধারীকে ফিরিয়ে দিল আগরতলা ইমিগ্রেশন

আখাউড়া স্থল বন্দর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশকারী তিন পাসপোর্টধারী যাত্রীকে ফিরিয়ে দিয়েছে আগরতলা ইমিগ্রেশন পুলিশ। বৈধ ভ্রমণ ভিসা নিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এই তিন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে। শূন্যরেখায় স্বাস্থ্য পরীক্ষা করে প্রবেশ করলেও আগরতলা ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়। ফেরত আসা এই তিন যাত্রী জানায় আগরতলা ইমিগ্রেশন পুলিশ প্রথমে অনেকটা সময় অনুমতি না দিয়ে বসিয়ে রাখে। পরে কোথায় অবস্থান করবোসহ আমাদের নানা ধরনের প্রশ্ন করে। শেষে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। আখাউড়া চেকপোষ্টের ইমিগ্রেশন কর্মকর্তা ও পুলিশের উপ- পরিদর্শক আব্দুল হামিদ সত্যাতা নিশ্চিত করে জানান, তিন যাত্রী বৈধ ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে। কিন্তু আগরতলা ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়। পরে ফেরত আসা এই তিন যাত্রী লিখিত আবেদনের মাধ্যমে ইমিগ্রেশন অনুমতি বাতিল করে বাড়ি ফিরে যায়। তিনি আরো জানান, করোনাভাইরাস আতংকে এই চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার অনেকটা কমে গেছে। তাছাড়া আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের মৌখিকভাবে জানিয়েছেন ভ্রমণ ভিসাধারীদের জ্বর ও সর্দি-কাশি থাকলে দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এসময় থাকা ও খাওয়ার খরচ নিজেদের বহন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App