×

রাজধানী

ঢাকা-১০ উপনির্বাচন: আইনশৃঙ্খলা বৈঠক শনিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০২:৫৮ পিএম

ঢাকা-১০ আসনের আসন্ন উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে আগামী শনিবার (১৪ মার্চ) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ঝুকিপূর্ণ কেন্দ্র নির্ধারণের সাথে ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে তাও ঠিক করা হবে বলে জানিয়েছে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।

তিনি জানিয়েছেন, আগামী ১৪ মার্চ ঢাকা-১০ আসনের আইনশৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হবে। এখানে ঢাকাছাড়া অন্য দু’টি আসনের উপ-নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

ইসি সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এ উপ-নির্বাচনেও বিভিন্ন বাহিনীর ফোর্স মোতায়েন করা হবে। ওই নির্বাচনে পুলিশ, অঙ্গীভূত আনসার, ব্যাটালিন আনসার নিয়ে কেন্দ্র প্রতি গড়ে ১৫ জনের ফোর্স ভোটকেন্দ্রে নিয়োজিত ছিল।

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে অন্যান্য নির্বাচনের মতো ইভিএম পরিচালনায় সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেওয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App