×

খেলা

জুনে বাংলাদেশে আসছেন স্মিথ-ওয়ার্নাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১২:১৬ পিএম

জুনে বাংলাদেশে আসছেন স্মিথ-ওয়ার্নাররা

ম্যাচের সময় সূচি।

জুনে বাংলাদেশে আসছেন স্মিথ-ওয়ার্নাররা

বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। এবার আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী চলতি বছরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এমনিতেই আসার কথা ছিল স্মিথ-ওয়ার্নারদের। তবে সে সিরিজ কবে হবে কিংবা আদৌ হবে কিনা, বিশেষ করে এ মুহূর্তে করোনা পরিস্থিতিতে অজিরা এ সফরে রাজি হবে কিনা- সে ব্যাপারে সংশয়, সন্দেহ ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটি নিশ্চিত করেছে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসবে অজিরা। প্রায় তিন বছর আগে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে প্রথম টেস্ট স্মিথ-ওয়ার্নারদের প্রথমবারের মতো সাদা পোশাকে হারায় টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে অজিদের বিপক্ষে হেরে ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করেছিল টাইগাররা।

জুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড একটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে সিরিজ খেলবে। আয়ারল্যান্ডের মাঠে তিনটি ওয়ানডে ও সেই দেশটির বিপক্ষেই ইংল্যান্ডের মাঠে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই সফরের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে গতকাল নিশ্চিত করেছে বিসিবি।

[caption id="attachment_208431" align="aligncenter" width="343"] ম্যাচের সময় সূচি।[/caption]

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। অর্থাৎ অসিদের বিপক্ষে একটি টেস্ট জিতলেও ৬০ পয়েন্ট পেয়ে যাবে তামিম-মুশফিকরা। আর ২-০ ব্যবধানে সিরিজ জিতলে ঝুলিতে জমা পড়বে পুরো ১২০ পয়েন্ট। বিসিবির দেয়া সূচি অনুযায়ী জুনের প্রথম সপ্তাহেই বাংলাদেশ পা রাখবে অজি ক্রিকেটাররা। পরে মূল সিরিজ শুরুর আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সে ম্যাচের সূচি বা ভেন্যু এখনো চ‚ড়ান্ত করেনি বিসিবি। তবে এ ম্যাচটি মাঠে গড়ালে, প্রথমবারের তো কোনো টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার নজির গড়বে।

এরপর আগামী ১১ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। পরে ১৬ জুন রাজধানী ঢাকায় ফিরবে দুই দল। তিনদিনের বিরতির পর আগামী ১৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্টটি।

এদিকে একইসঙ্গে বাংলাদেশের আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরের সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী ৮ মে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়বে টাইগাররা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও, এ সফরের টি-টোয়েন্টি সিরিজের আয়োজক ইংল্যান্ড। প্রায় তিন সপ্তাহের সফর শেষে ৩০ মে দেশে ফিরবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App