×

জাতীয়

২২ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০১:১২ পিএম

২২ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ড। ছবি: ভোরের কাগজ।

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরের রূপনগরের বস্তির ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের ২২ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশ ঘর। নিঃস্ব হয়ে গেছে কয়েকশ মানুষ। এর আগে বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আগুনের ভয়াবহতায় নিয়ন্ত্রণ করতে না পারায় পরে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়। এক পর্যায়ে ২২টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। তবে বস্তির রাস্তা খুবই সরু হওয়ায় ও পানির উৎস সীমিত হওয়ায় আগুন নেভাবে বিলম্ব হয়। এর মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে পুড়তে থাকে বস্তির কয়েকশ ঘরবাড়ি। স্থানীয় সূত্রমতে, রূপনগরের বস্তিতে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। এখানে অবৈধ গ্যাস লাইন, বিদ্যুতের লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App