×

জাতীয়

করোনা: মন্ত্রীদের বাড়িতে বসে কাজ করার পরামর্শ

Icon

nakib

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৯:৫৪ এএম

করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের প্রাণকেন্দ্র্র সচিবালয়জুড়ে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বড় এবং অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বাড়িতে বসেই গুরুত্বপূর্ণ নথিতে সই করবেন মন্ত্রীরা। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রীদের এমন পরামর্শ দেয়া হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ঝুঁকির মুখে থাকা মানুষ সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশে তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়ার পর থেকে নানা সুরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে সরকার। সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানুষকে ঘরে থাকতে হবে। সংক্রমণ যাতে আর না বাড়ে সেজন্য সচিবালয়কে একটি সংরক্ষিত এলাকায় পরিণত করা হবে। করোনা ভাইরাস থেকে মুক্তির স্বার্থে সবাইকেই কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আর এটা এখনই করতে হবে। সূত্র জানায়, জনসমাগম হয় এমন সব প্রোগ্রাম বাতিল করার জন্য নির্দেশ দেয়ার পর থেকে মন্ত্রীরা একের পর এক কর্মসূচি বাতিল করেছেন। একইসঙ্গে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের পাস ইস্যু করতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, সতর্ক থেকে কাজ করতে বলা হয়েছে কর্মকর্তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও অনেক অনুষ্ঠান ও সফর বাতিল করেছেন। সংশ্লিষ্টরা বলেছেন, ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাংক রিয়েস্টার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ছাড়াও দেশটির আরো পাঁচজন আইনপ্রণেতা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মূলত ভাইরাসটি ছোঁয়াচে হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মন্ত্রী ও কর্মকর্তাদের নিরাপদ রাখতে এমন কড়াকড়ি আরোপ করা হচ্ছে। কারণ, মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের লোকজন প্রবেশ করেন। দর্শনার্থীদের মাধ্যমে যাতে করোনা ভাইরাসের বিস্তার না হয় সেজন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। জানতে চাইলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভোরের কাগজকে বলেছেন, নির্দেশনার পর অফিসে গেলেও জনসমাগম হয় এমন সব প্রোগ্রাম বাতিল করেছি। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার বুড়িগঙ্গার তীরে জেটি উদ্বোধনের কথা থাকলেও জনসমাগম এড়াতে সেই অনুষ্ঠান বাতিল করেছি। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পাল্টা প্রশ্ন রেখে বলেছেন, মৃত্যুকে এত ভয় পেলে চলবে কি করে? শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল নিজ মন্ত্রণালয়ের অফিসে না আসলেও একনেক সভায় গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে যান। কয়েকটি প্রশাসনিক বৈঠকে অংশ নেন। তবে আজ বুধবার একটি কর্মশালা বাতিল করেছেন তিনি। এছাড়া আগামীকাল ১৬ বিসিএসের বনভোজনেও অংশ নেবেন না তিনি। এদিকে, করোনা ভাইরাসের কারণে জাপানিদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এককভাবে নেয়া সিদ্ধান্তে বিব্রত পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, স¤প্রতি জাপানিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করেই একটি মৌখিক ঘোষণা দেয়া হয়। যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। তিনি বলেন, এ ধরনের ঘোষণার একটি ক‚টনৈতিক ফলাফল আছে। সেগুলো বিবেচনায় না নিয়েই এককভাবে অন্যরা বিদেশ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা বিব্রত হই। কারণ বিদেশি ক‚টনীতিকরা অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন না, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন, তাদেরকে আমাদের জবাব দিতে হয়। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো হলেও তাদের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে। এটা আমাদের ক‚টনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। কারণ আমরা তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App