×

পুরনো খবর

শিশুদের কার্টুন আসক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৮:০০ পিএম

শিশুদের কার্টুন আসক্তি

কার্টুন দেখছে শিশুরা।

শিশুরা সাধারণত কার্টুনপ্রিয়। কার্টুন দেখলেই শিশুরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকে। কিন্তু অতিরিক্ত কার্টুন দেখলে তারা লেখাপড়াবিমুখ নয় শুধু নানা ধরনের শারীরিক-মানসিক রোগে আক্রান্ত হতে পারে। খেলাধুলার পর্ব এখন প্রায় চুকে গেছে বললেই চলে। অনেক সময় আমরা বড়রা ভাবিই না যে ছোটদেরও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। বন্ধু-বান্ধবের সংখ্যাও এখন অনেক কমে গেছে। ছোট পরিবারে সদস্য সংখ্যা যেমন কমে গেছে ঠিক তেমনভাবেই খেলার মাঠগুলো ছোট হতে হতে হারিয়ে যাচ্ছে। তাই আগে যেমন জীবনের আদর্শ হিসেবে আমরা আমাদের বাবা-মা কিংবা দাদু-দিদিমাকে চিন্তা করতাম সেই জায়গাটা এখন নিয়েছে সিনেমার বা কার্টুনের কেন্দ্রীয় চরিত্র ও ভিলেনরা। বর্তমান যুগে একটি শিশুর পরম বন্ধু হয়ে ওঠে কার্টুনের চরিত্রগুলো। তবে প্রদীপের নিচেই যেমন রয়েছে অন্ধকার তেমনই অতিরিক্ত মাত্রায় কিছু করলে তারও একটা অপকারিতা থাকবেই। তাই শিশুদের কার্টুন দেখার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। ফলে শিশুটি সারাদিনই একটা ভার্চুয়াল জগতের মধ্যে বিচরণ করছে এবং তার বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না বললেই চলে এমনকি সে বাড়ির পাঁচজনের সঙ্গে কথা বলাই প্রায় বন্ধ করে দেয়। গোড়ার দিকে অভিভাবকরা তেমন একটা মাথা ঘামান না বরং নিজেদের কাজগুলো শেষ করতে পারবেন ভেবে সন্তানকে টিভিতে কার্টুন দেখতে বসিয়ে দেন। কার্টুন জগৎ থেকে তাদের বিচ্ছিন্ন করার জন্য আস্তে আস্তে খেলার প্রতি মনোযোগ আকর্ষণ করতে হবে, তবে তারা যাতে সৃজনশীল কিছু করে সেদিকেও নজর দেয়া উচিত মা-বাবার।

মিরসরাই, চট্টগ্রাম। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App