×

সারাদেশ

রামগড়ে অগ্নিকাণ্ডে ৬পরিবারের বসতঘর পুড়ে ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৬:৫৪ পিএম

রামগড়ে অগ্নিকাণ্ডে ৬পরিবারের বসতঘর পুড়ে ছাই
জেলার রামগড়ে অগ্নিকাণ্ডে ৬পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছ্। এতে সর্বস্ব হারিয়ে পরিবার গুলির পথে বসার উপক্রম হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈরাগী টিলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ছয়টি পরিবারের ৩টি থাকার ঘর ও ৩টি রান্না ঘর সহ ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।এতে ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন সিকদার জানান, অগ্নিকাণ্ডে মোঃ আলাউদ্দিন, মোঃ ইউনুস, মোঃ তাজুল ইসলাম, মোঃ সিরাজুল হক, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ইমাম হোসেনদের পরিবার চোখের পলকে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। তিনি জানান, খবর পেয়ে পৌর মেয়র ক্ষতিগ্রস্থ ৬ টি পরিবারকে ৫ হাজার টাকা করে আথিক সহযোগীতা প্রদান করেন। তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরো জানান, শুস্ক মৌসুম থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, পৌরসভার প্যানেল মেয়র ১ আহসান উল্যাহ, মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়াসহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App