×

পুরনো খবর

নদী খননের কাজ দ্রুত এগিয়ে নেবার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৬:৫৮ পিএম

ডেল্টা প্লাণের অধিনে নদী ও খাল খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেবার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মোঃ ফরিদুল হক খান, এ‘ সালমা চৌধুরী অংশগ্রহণ করেন।

বৈঠকে ডেলটা প্লানের অধীনে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার যেসব নদী খনন করা হচ্ছে এবং খনন কাজের অগ্রগতি  বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডেল্টা প্লানের অধীন খননকৃত নদীর বালু, মাটি নিরাপদ দুরত্বে রাখার জন্যও বলেছে কমিটি। এছাড়া গুরুত্ব বিবেচনায় গাড়ি চালকের পদসমূহ স্থায়ীভাবে নিয়োগের সুপারিশ করা হয়। কমিটি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গতিতে বাস্তবায়নে সুপারিশ করে। এছাড়া যমুনা নদী খননের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App