×

সাহিত্য

ঢাকা মাতালো ফরাসি শিল্পী মানু চাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১০:২৪ পিএম

ঢাকা মাতালো ফরাসি শিল্পী মানু চাও
জীবনঘনিষ্ঠ গান গেয়ে প্যারিসের পথে পথে সুরের মূর্চ্ছনায় এখন বিশ্ব কাঁপাচ্ছেন স্প্যানিশ বংশোদ্ভূত ফ্রান্সের গায়ক মানু চাও। সুর, তাল, লয়ে জীবনের গল্প বলেন বলে সঙ্গীতপিপাসুদের কাছে সমাদর অর্জন করেছে সুরের এই কারিগর। বিশ্বের বিভিন্ন প্রান্তে সুরের সুধা ছড়িয়ে নিজের শৈল্পিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে এবার বাংলাদেশেও ছড়ালেন সুরের বৃষ্টি। বাদ্যযন্ত্রে সুরের ঝংকার তুলে এদেশের সঙ্গীতসমঝদারদের হৃদয়েও অনুরণন তুললেন লাখো ভক্তের হৃদয়ে কাঁপন তোলা মানু চাও। বুধবার (১১ মার্চ ) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই তারকার অনন্য আসর। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজিত এই আসরের সহযোগিতায় ছিল শিল্পকলা একাডেমি ও বাংলাদেশস্থ ফ্রান্স দূতাবাস। স্প্যানিশ, ফরাসি, ইংরেজি, ইটালি, পর্তুগীজসহ নানা ভাষায় সুরের খেলায় অনবদ্য করে রাখেন সন্ধ্যার এই আয়োজনকে। তাল, লয় আর সুরের নান্দনিকতায় ভাষা কখনও বাধার দেয়াল হতে পারেনা সেটা বোঝা গেল মানু চাও’এর সুরের সাথে এদেশীয় শ্রোতাদের নিমগ্নতায়। প্রতিটি পরিবেশনার পর শিল্পীর দিকে ভালোবাসার করতালি ছুঁড়ে দিয়ে সঙ্গীতের প্রতি নিজেদের অনুরাগের কথাই জানালেন এদেশীয় শ্রোতারা। কখনও ইনস্ট্রুমেন্টাল আর কখনও জীবনঘনিষ্ঠ বাণীর সাথে তাল, লয় আর ছন্দে সুরের সুষমা ছড়িয়ে পড়ে সমগ্র মিলনায়তনে। কয়েকজন বন্ধু ও চাচাতো ভাই সান্টি আর সহোদর এ্যান্টনি চাওয়ের সাথে মিলে মানু চাও ১৯৮৭ সালে গড়ে তোলেন গানের দল ‘মানো নেগ্রা’। এরপর ১৯৯৮ সালে ‘ক্লানদেসতিনো বা আন্ডারগ্রাউন্ড’ নামে নিজের প্রথম অ্যালবাম রিলিজ করেন। আর ওই অ্যালবামের ‘বঙ্গো বং’ এবং ‘ক্লাসদেসতিনো’ গান দুটির অসামান্য জনপ্রিয়তায় ১৯৯৯ সালে এটি শ্রেষ্ঠ গানের এ্যালবাম হিসেবে ভিকটোয়াহে দ্য লা মুজিক এ্যাওয়ার্ড জয় করে। ওই সময়ে অ্যালবামটি বিশ্বব্যাপী ৫০ লক্ষেরও বেশী কপি বিক্রি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App