×

আন্তর্জাতিক

করোনা আতঙ্কে মন্দিরে মূর্তির মুখে মাস্ক

Icon

nakib

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১০:১১ এএম

করোনা আতঙ্কে মন্দিরে মূর্তির মুখে মাস্ক

মূর্তির মুখে মাস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে ভারতের বেনারস শহরের একটি মন্দিরের বিশ^নাথ দেবতার মূর্তিতে ফেস মাস্ক পরিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভক্তদের ওই মূর্তি না স্পর্শ করার আহ্বানও জানানো হয়েছে। গত সোমবার মন্দিরের পুরোহিত আনন্দ পান্ডে বলেন, করোনা ভাইরাস পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা বিশ^নাথ দেবতার মুখে মাস্ক পরিয়েছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। যেমন- আমরা শীতের সময় মূর্তির গায়ে কাপড় দেই এবং গরমে পাখা অথবা এসি দেই।

এ সময় আনন্দ পান্ডে আরো বলেন, যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে তাই আমরা মানুষদের এই মূর্তি স্পর্শ না করতে বলেছি। যদি মানুষ এই মূর্তি স্পর্শ করে তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এতে আরো বেশি মানুষ আক্রান্ত হতে পারে। ওই মন্দিরে প্রার্থনার সময়েও ভক্ত এবং পুরোহিতরা মাস্ক পরে প্রার্থনা করেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৪৭ জন আক্রান্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App