×

রাজধানী

করোনা আতঙ্কে প্রবাসে এনআইডি বিতরণ স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৩:৫৪ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে সামনে রেখে চলতি মার্চ মাসে প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সীমিত আকারে বিতরণ করার কথা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ কার্যক্রম স্থগিত করেছে ইসি।

ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়ড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি মাসেই যুক্তরাজ্য প্রবাসীদের সীমিত আকারে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধনের কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতির উপর নির্ভর করছে, কখন এ প্রক্রিয়া শুরু হবে।

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসেই বাংলাদেশি নাগরিকদের ভোটার করে নিয়ে এনআইডি বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেয় ইসি। এক্ষেত্রে অনলাইনে এনআইডির আবেদন করেন প্রবাসীরা।

বর্তমানে দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের প্রবাসীরা এই সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতে পর্যায়ক্রমে সিঙ্গাপুর, সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশে এ কার্যক্রম চালানো হবে।  ইসি কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে দুবাই ও যুক্তরাজ্যে বেশি সাড়া পাওয়া যাচ্ছে। আর অপেক্ষাকৃত কম সাড়া মিলছে মালয়েশিয়ায়।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম জানান, যুক্তরাজ্যে, দুবাই, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা নির্দিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে এনআইডির আবেদন করতে পারবেন। পরবর্তীতে পাওয়া তথ্যাদি যাচাই বাছাই করে প্রবাসেই বায়োমেট্রিক সংগ্রহসহ স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।

বিভিন্ন দেশে প্রায় এক কোটির উর্দ্ধে প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App