×

আন্তর্জাতিক

করোনার ছোবলে মৃত্যু চার হাজার ছাড়িয়ে

Icon

nakib

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১০:০৬ এএম

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা ৪ হাজার ১৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৩ হাজার। চীনে নতুন আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। তবে নতুন আক্রান্ত ও মৃত্যুর ৯০ শতাংশই চীনের বাইরে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়া। তবে সংক্রমণ অব্যাহত রয়েছে অন্যান্য দেশেও। ভারতে আক্রান্তের সংখ্যা ৫৬-তে উঠেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রঁক রিয়েস্তা। গত রবিবার সংক্রমণ ধরা পড়ার পর থেকে তিনি নিজেকে গৃহবন্দি রেখেছেন। দেশটিতে গত সোমবার ২৮৬ জন নতুন রোগী শনাক্ত হওয়ার পর সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১২ জনে। সেখানে মারা গেছেন কমপক্ষে ৩০ জন।

এদিকে, প্রথমবারের মতো ভাইরাস সংক্রমণের উৎসস্থল উহান সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে চীনের পরিস্থিতির উন্নতি ঘটায় হুবেই প্রদেশের রাজধানী উহানের সব অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। মৃদু লক্ষণ থাকা রোগীদের চিকিৎসার জন্য জিমনেজিয়াম, প্রদর্শনী কেন্দ্র ও কয়েকটি ইনডোর স্টেডিয়ামকে অস্থায়ী হাসপাতালে পরিণত করেছিল চীন। এক মাসেরও বেশি সময় ধরে এমন ১৬টি অস্থায়ী হাসপাতালে প্রায় ১২ হাজার রোগীর চিকিৎসা দেয়া হয়।

এদিকে, করোনার ধাক্কায় কার্যত পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে সমগ্র ইতালি। করোনা ঠেকানোর মরিয়া চেষ্টায় পুরো ইতালিতে সব ধরনের চলাচলে কড়াকড়ি আরোপ হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে জনসমাগমে। সাড়ে ছয় কোটি মানুষের এই দেশটি কার্যত পড়ে গেছে অবরুদ্ধ দশার মধ্যে। নাগরিকদের সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কারো জরুরি কারণে দূরে কোথাও যেতে হলে আগে থেকে অনুমতি নিতে হচ্ছে।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে গত সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, তাদের সুরক্ষার জন্যই এ কড়াকড়ি। গত সোমবার পর্যন্ত ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৩ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে নয় হাজার। জার্মানিতে নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে দুজনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য দপ্তর। চীন থেকে ইউরোপে এ ভাইরাস ছড়ানোর পর জার্মানিতে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে একজন জার্মান নাগরিক ছুটি কাটাতে মিসরে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে এ পর্যন্ত ১ হাজার ১১২ জনের মধ্যে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদিকে করোনা সংক্রমণের ভয়ে ইরান সেদেশের আরো ৭০ হাজার বন্দিকে ছেড়ে দিয়েছে। এর আগে আরো ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিল দেশটি।

এদিকে করোনা ছড়ানোর শঙ্কায় বাংলাদেশে ফেনীর ছাগলনাইয়া ও ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার হাটবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে করোনা ছড়িয়ে পড়লেও এখনো করোনা ভাইরাস পরীক্ষা করেননি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় ধাক্কায় বড় ধরনের ধস নেমেছে সেদেশের পুঁজিবাজারে। অন্যদিকে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসার পর মার্কিন কংগ্রেসের দুই রিপাবলিকান সদস্য নিজেরাই কোয়ারান্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। গত রবিবার এক সম্মেলনে ওই রোগীর সংস্পর্শে আসার পর টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও অ্যারিজোনার জনপ্রতিনিধি পল গোসার এ ঘোষণা দেন। ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পও। তবে তার কোনো পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে ট্রাম্পের চিফ অব স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের নির্বাহী পরিচালক ডা. মাইক রায়ান। তিনি বলেন, যাদের মধ্যে সংক্রমণের মাত্রা বেশি, তাদের সেরে ওঠার জন্য কয়েক মাসও সময় লেগে যেতে পারে।

সর্বশেষ তথ্য অনুসারে, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৭৫৪ জন আক্রান্ত এবং ৩ হাজার ১৩৬ জনের মৃত্যু ঘটে। চীনের বাইরে ৩২ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে মারা গেছেন ৮৮২ জন। সব মিলিয়ে বিশে^ আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯ জন, মারা গেছেন ৪ হাজার ১৮ জন। এছাড়া চীনের বাইরে ইতালিতে ৪৬৩, ইরানে ২৩৭, দক্ষিণ কোরিয়ায় ৫৪, ফ্রান্সে ৩০, স্পেনে ২৮, যুক্তরাষ্ট্রে ২৬, জাপানে ১৬, ইরাকে ৭, যুক্তরাজ্যে ৫, হংকংয়ে ৩, অস্ট্রেলিয়ায় ৩, জার্মানিতে ২, ফিলিপাইনে ১, সুইজারল্যান্ডে ১, নেদারল্যান্ডসে ১, আর্জেন্টিনায় ১, মিশরে ১, তাইওয়ানে ১, থাইল্যান্ডে ১ ও কানাডায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App