×

পুরনো খবর

করোনাকে কেন্দ্র করে বাণিজ্য!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৭:৫৬ পিএম

করোনা ভাইরাস মোকাবিলায় কি আদৌ আমরা সচেতন? হলেও বা কতটুকু? করোনাকে (কোভিড-১৯) ইস্যু বানিয়ে ব্যবসা জমাতে ব্যস্ত রাজধানীতে মাস্ক বিক্রেতা থেকে শুরু করে সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিক্রেতারাও। এমনই কিছু চিত্র দেখা যাচ্ছে রাজধানীর অনেক দোকানে। অধিকাংশ ক্রেতাদের অভিযোগ, করোনার আভাস পাওয়া মাত্রই মাস্কের দাম বাড়িয়ে দেয় বিক্রেতারা, যা গত দুইদিন থেকে মোটামুটি আকাশছোঁয়া। কিছু কিছু ক্রেতার অভিযোগ, ৫-১০ টাকার মাস্ক কোনো কোনো জায়গায় ১০০ টাকাতেও বিক্রি হচ্ছে। এমনকি অনলাইন কিছু শপিং সাইটেও মাস্কের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। যার দরুন অনেকেই টিস্যু বা পাতলা কাপড় ব্যবহার করে মাস্ক বানাচ্ছেন ঘরেই। অধিকাংশ নেটিজেনের ধারণা, বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় যদি এই অবস্থা হয় তবে সেটা মহামারি আকার ধারণ করলে কতটা অরাজকতা বিরাজ করবে তা বলাই বাহুল্য। কেউ কেউ এটাও অভিযোগ করেন যে, বেড়ে যাচ্ছে হু হু করে সাবান এবং হ্যান্ড স্যানিটাইজারের দামও। এমনকি কিছু ক্রেতা একসঙ্গে অনেক হ্যান্ড স্যানিটাইজার কিনে সংকটে ফেলে দিয়েছেন। বাজারে যে কারণে বিক্রেতারা আরো বেশি সুযোগ পাচ্ছে দাম বাড়ানোর। অথচ কিছু কিছু সমীক্ষা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে করোনা মোকাবিলায় শুধু মাস্কই যথেষ্ট ভ‚মিকা পালন করতে পারে না। হাত, চোখ এবং শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গও সমান ভ‚মিকা পালন করে। সুতরাং শুধু মাস্ক পরেই যে আমরা করোনা মোকাবিলা করছি এটা ভাবাটা একাংশে বোকামি। আমাদের সামান্য সচেতনতাই পারে করোনায় আক্রান্ত হওয়া থেকে বিরত রাখতে। কিছুদিন আগে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে যখন মরিয়া সবাই, তখনো সেই মহামারিতে ব্যবসায় মেতে উঠেছিল কিছু অসাধু বিক্রেতারা। কয়েল, অ্যারোসলসহ মশা নিরোধক সব কিছুর দাম বেড়ে হয়েছিল আকাশচুম্বী। আর এভাবেই ভোগান্তির স্বীকার হয়ে আসছে সাধারণ মানুষ প্রতিনিয়ত। অধিকাংশ ক্রেতা বাধ্য হয়ে ৯৯৯তে কল দিয়ে জানিয়েছেন তাদের ভোগান্তির কথা। এমন অনেক অভিযোগই এখন মূল সমস্যা হয়ে উঠেছে করোনার পাশাপাশি। মিডিয়ার অতিরঞ্জিত প্রচার আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ জনগণের, যেখানে গত ৩ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøওএইচও) জানিয়েছে করোনায় মৃত্যুহার ৩.৪ শতাংশ এবং বেশিরভাগ করোনা আক্রান্ত রোগী ফিরছেন সুস্থ হয়ে। সুতরাং করোনা অর্থাৎ কোভিড-১৯ আতঙ্কের কিছু নয় যদি আমরা নিজেরা সচেতন থাকি, সতর্ক থাকি। এবং রাজধানীর কোথাও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের দামের অসঙ্গতি দেখলে কল করুন তাৎক্ষণিকভাবে ৯৯৯তে। আমাদের সচেতনতাই একমাত্র উপায় এই মহামারি মোকাবিলা করতে।

শিক্ষার্থী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App