×

জাতীয়

 আইইডিসিআরের হান্টিং নাম্বার চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৭:০৯ পিএম

করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইন নাম্বারে প্রতিদিনই বাড়ছে ফোন কলের সংখ্যা। চারটি থেকে হট লাইন নাম্বার বাড়িয়ে ১২টি করা হয়েছে। কিন্তু এরপরও অভিযোগ আছে যে অনেকেই ওইসব নাম্বারে ফোন হয় নাম্বারটি ব্যস্ত পাচ্ছেন না হয় নাম্বারে ঢুকতে পারছেন না। তাই সবার যোগাযোগের সুবিধার জন্য এবার একটি হান্টিং নাম্বার চালু করেছে আইইডিসিআর। নাম্বারটি হলো ০১৯৪৪৩৩৩২২২। এই নাম্বারে ফোন করলে আগের ১২টি নাম্বারের যেটি ফাঁকা থাকবে সেখানেই লাইন সংযুক্ত হয়ে যাবে। ফলে সব নাম্বার মুখস্ত রাখার দরকার নেই। এ প্রসঙ্গে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আইইডিসিআরের ১২টি হট লাইনে অনেকে ফোন করে লাইন পাচ্ছেন না। হট লাইনে অনেকেই ফোন করছেন। তাই নাম্বারগুলো ফাঁকা পাওয়া যাচ্ছে না। তাই আমরা একটি হান্টিং নাম্বার চালু করেছি। হান্টিং নাম্বারে আপাতত টোল লাগবে। তবে আশা করছি খুব শিঘ্রই আমরা এটি টোলফ্রি নাম্বার করতে পারবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App