×

সাহিত্য

অনামিকার ‘আমার মনের রাগ রাগিনী’র প্রকাশনা উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১০:২০ পিএম

অনামিকার ‘আমার মনের রাগ রাগিনী’র প্রকাশনা উৎসব
পাহাড়ের নৃ-জাতি গোষ্ঠীর সঙ্গে বাঙালি সমাজের খুব বেশি জানাশোনা যেমন নেই, তেমনি বাঙালি সমাজও পার্বত্য অঞ্চলের এই জাতি গোষ্ঠী সম্পর্কে খুব বেশি কিছু জানে না। এই দুই জাতির মধ্যে সঙ্গীতের মধ্য দিয়ে মেলবন্ধন ঘটালেন শিল্পী অনামিকা ত্রিপুরা। তার হাত ধরে রবীন্দ্রনাথ গেলেন পাহাড়ের কাছে, আর পাহাড়ের গান গেল সমতলে। শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে  বুধবার (১১মার্চ) সন্ধ্যায় লেখক, গীতিকার ও সঙ্গীত শিল্পী অনামিকা ত্রিপুরার একক এ্যালবাম ‘আমার মনের রাগ রাগিনী’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী মহাদেব ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী স্বকণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App