×

সারাদেশ

হাতিয়ায় কোয়ারেন্টাইনে প্রবাসী যুবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:৫৪ পিএম

হাতিয়ায় কোয়ারেন্টাইনে প্রবাসী যুবক
হাতিয়ায় কোয়ারেন্টাইনে প্রবাসী যুবক

প্রতীকী ছবি

করোনা ভাইরাস সন্দেহে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাতার প্রবাসী এক যুবককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ খবরে দ্বীপের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে কাতার থেকে বাংলাদেশে আসেন সেই যুবক। কাতারে থাকাকালীন দীর্ঘ ১৫ দিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছেন। মঙ্গলবার (১০ মার্চ ) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক তার উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন এ থাকার অনুরোধ করেন। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ ইউছুফ জানান, মঙ্গলবার (১০ মার্চ) দুপুরের দিকে কাতার প্রবাসী ওই যুবকের ভগ্নিপতি তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার জ্বর, গলা ব্যাথা, কাশি ও মাথা ব্যাথা এসব উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার ভগ্নিপতিকেও কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, ওই প্রবাসীর প্রাথমিক উপসর্গ দেখে করোনা সন্দেহ হওয়ায় তাকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করার পর করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে দ্বীপবাসীকে আতংকিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App