×

সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সাজেক-উদয়পুর সড়ক ও বরকল ঠেগামুখ স্থলবন্দর পরিদর্শন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১০:২৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সাজেক-উদয়পুর সড়ক ও বরকল ঠেগামুখ স্থলবন্দর পরিদর্শন
রাঙ্গামাটি পার্বত্য জেলা বাঘাইছড়ি উপজেলার সাজেকের দূর্গম এলাকায় সেনাবাহিনী কর্তৃক নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সাজেকের সিজকছড়া থেকে সাজেকের উদয়পূর ২০ কি.মি. নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি সড়কের বিভিন্ন জায়গার ঘুরে দেখেনে এবং খোঁজ খবর নেন। এসময় আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, র‌্যাব মহাপরিচালক মোঃ বেনজির আহমেদ, খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম পিএসসি, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি উপজেলার সাজেকের নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে প্রস্তাবিত রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণা তেগামুখ স্থলবন্দরের এলাকা পরিদর্শনের উদ্যোশ্যে দুপুর ২টায় সাজেক ত্যাগ করেন এবং বরকল উপজেলার হরিণা তেগামুখ স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। উক্ত নির্মাণাধীন সড়ক প্রকল্পের কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর এর ২০ ইসিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App