×

আন্তর্জাতিক

জীবাণুনাশক বিলি করছেন ভুটানের প্রধানমন্ত্রী!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১০:১৪ এএম

জীবাণুনাশক বিলি করছেন ভুটানের প্রধানমন্ত্রী!

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং

ভুটানে মাত্র একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশে। মাস্ক-জীবাণুনাশক কিনতে ফার্মেসিগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ইতোমধ্যে দেশটির রাজধানী থিম্পুর বেশিরভাগ ফার্মেসিতেই মাস্ক ও জীবাণুনাশকের ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় শহরটির একাধিক স্থানে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করছে ভুটান সরকার। আর এ কাজে যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং নিজেই। ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা যায়, দেশটির প্রধানমন্ত্রী নিজে একটি পিকআপ ট্রাকের ওপর দাঁড়িয়ে জনগণের মধ্যে জীবাণুনাশক বিতরণ করছেন। পাশে কমলা রঙের পোশাকপরা স্বাস্থ্য বিভাগের কর্মীরাও রয়েছেন।

ফেসবুকের ওই পোস্টে জানানো হয়, ওইদিন তিনটি স্পটে জনপ্রতি ১০০ মিলিলিটার করে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। জীবাণুনাশক সংগ্রহ করতে কমলা রঙের পোশাক পরিহিত কর্মীদের কাছে পাত্র নিয়ে হাজির হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি, দেশের ধনী ব্যক্তিদের ও অসচ্ছল মানুষদের মাস্ক-জীবাণুনাশক দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে ভুটান সরকার। ভুটানে এ পর্যন্ত একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসা আরো অর্ধশতাধিক মানুষের শারীরিক পরীক্ষা হয়েছে। তবে তাদের কারো শরীরেই করোনা সংক্রমিত হয়নি। এছাড়া সতর্কতার কারণে গত শুক্রবার থেকে ভুটান আগামী দুই সপ্তাহের জন্য সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রসঙ্গত, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তিনি এমবিবিএস পাস করেন। ২০১৮ সালে দেশটির জাতীয় নির্বাচনে ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করে তার দল ডিএনটি। ফেসবুকের ওই পোস্টে জানানো হয়, ওইদিন তিনটি স্পটে জনপ্রতি ১০০ মিলিলিটার করে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। জীবাণুনাশক সংগ্রহ করতে কমলা রঙের পোশাক পরিহিত কর্মীদের কাছে পাত্র নিয়ে হাজির হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি, দেশের ধনী ব্যক্তিদের ও অসচ্ছল মানুষদের মাস্ক-জীবাণুনাশক দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে ভুটান সরকার। ভুটানে এ পর্যন্ত একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসা আরো অর্ধশতাধিক মানুষের শারীরিক পরীক্ষা হয়েছে। তবে তাদের কারো শরীরেই করোনা সংক্রমিত হয়নি। এছাড়া সতর্কতার কারণে গত শুক্রবার থেকে ভুটান আগামী দুই সপ্তাহের জন্য সব ধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রসঙ্গত, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তিনি এমবিবিএস পাস করেন। ২০১৮ সালে দেশটির জাতীয় নির্বাচনে ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করে তার দল ডিএনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App