×

শিক্ষা

জাককানইবি শিক্ষক সমিতির ক্রিকেট টুনামেন্ট শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:৩৮ পিএম

জাককানইবি শিক্ষক সমিতির ক্রিকেট টুনামেন্ট শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত অনুষদ ভিত্তিক শিক্ষকদের নিয়ে ক্রিকেট টুনামেন্ট শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদ নিয়ে এই ক্রিকেট টুনামেন্ট আয়োজন করা হয়। আজ (১০ মার্চ মঙ্গলবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে ব্যাটিং করে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মুজিব শতবর্ষে এমন আয়োজনে সত্যি আমি মুগ্ধ।মানুষের সুস্থ ও সুন্দর ভাবে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা কোন বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। উদ্বোধনী ম্যাচে ব্যবসায় প্রশাসন অনুষদ বনাম কলা অনুষদ মাঠে নামে। শুরুটা ভাল করলেও ব্যবসায় প্রশাসন অনুষদের বোলিংয়ের কাছে খুব একটা সুবিধা করতে পারেনি কলা অনুষদের খেলোয়াড়রা। নক-আউট পর্বের খেলায় অবশেষে ব্যবসায় প্রশাসন অনুষদ তিন উইকেটে জয়ী হয়ে চলে যায় ফাইনালে। দিনের দ্বিতীয় খেলায় বিজ্ঞান অনুষদ বনাম সামাজিক বিজ্ঞান অনুষদের খেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের কেরামতি খাটিয়েও জয়ী হতে পারেনি বিজ্ঞান অনুষদের শিক্ষকেরা। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা ১৯ রানে জয়ী হয়ে চলে যায় ফাইনালে। আগামীকাল তারা মুখোমুখি হবে ব্যবসায় প্রশাসন অনুষদের বিপক্ষে।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App