×

পুরনো খবর

শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যায় হারুনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ১১:৩০ এএম

শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যায় হারুনের মৃত্যুদণ্ড

সায়মা হত্যাকাণ্ড

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি হারুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

শিশু সায়মার মা-বাবা জানান, আমার মেয়েকে হত্যায় হারুনের মৃত্যুদণ্ডের রায় দেয়ায় আমরা সন্তুষ্ট। এখন এ রায় যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

সায়মাকে ধর্ষণের পর হত্যা মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে আদালতে ১৪ জন সাক্ষ্য দেন। গত ২ জানুয়ারি ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্মিত একটি ভবনের নবম তলার খালি ফ্ল্যাটের ভেতর সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সায়মার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার সময় সায়মা তার মাকে বলে, ‘আমি ওপরে পাশের ফ্ল্যাটে যাচ্ছি।’ পরে খোঁজাখুঁজির পর ফ্ল্যাটের ভেতর গলায় রশি দিয়ে বাঁধা ও মুখে রক্তাক্ত অবস্থা সায়মাকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে, সায়মার শরীরে ধর্ষণের আলামত মিলেছে।যৌনাঙ্গে ক্ষতচিহ্ন, মুখে রক্ত ও আঘাতের চিহ্ন এবং ঠোঁটে কামড়ের দাগ দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App