×

সারাদেশ

রাস্তায় মাটি ফেলায় দুই ট্রাক্টর মালিকের জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০১:১৮ পিএম

রাস্তায় মাটি ফেলায় দুই ট্রাক্টর মালিকের জরিমানা

রাস্তায় মাটি ফেলা হয়েছে। ছবি: ভোরের কাগজ।

মুজিবনগর সড়কে মাটি ফেলে রাস্তা অপরিষ্কার করায় মাটি বাহি দুই ট্রাক্টর মালিককে জরিমানা করেছে ভ্রাম্মমান আদালত। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

ভ্রাম্মমান সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় থেকে মাটি ক্রয় করে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি পড়ে রাস্তা অপিরষ্কার হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিনিয়ত পিছলে ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন সড়কে অভিযান চালায়। এমন সময় রাস্তায় মাটি নিয়ে যাওয়া অবস্থায় দুইটি ট্রাক্টর আটক করা হয়।

ভ্রাম্মমান আদালতের মাধ্যমে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত, নেক মোহাম্মদের ছেলে সাইদুর ইসলাম ও মানিকনগর গ্রামের মৃত, আ: রহমানের ছেলে আব্দুল মান্নান মালার কাছে থেকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তিতে যেন এরকম ভাবে রাস্তায় মাটি ফেলে অপরিষ্কার না হয়, সে বিষয়ে তাদের সাবধান করে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App