×

শিক্ষা

বাংলাদেশের অগ্রগতিতে এনজিওর অবদান অনেক বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৯:৫২ পিএম

বাংলাদেশের অগ্রগতিতে এনজিওর অবদান অনেক বেশি
বাংলাদেশ বর্তমান সময়ে অর্থনৈতিক অগ্রগতির দিকে যাচ্ছে। এই অগ্রগতির পিছনে সুচিন্তিত সরকারি পরিকল্পনার পাশাপাশি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অবদান অনেক বেশি বলে মন্তব্য করেছেন নোবেল জয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন।সোমবার (৯ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। বছরব্যাপী ‘বাংলা ভাষায় অধ্যাপক অমর্ত্য সেন পাঠচক্র, বিষয়: সমৃদ্ধ ও ন্যায্য সমাজের সন্ধানে অমর্ত্য সেন’ শীর্ষক আলোচনার উদ্বোধন উপলক্ষে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের আয়োজনে বছর ব্যাপী ‘সমৃদ্ধ ও ন্যায্য সমাজের সন্ধানে অমর্ত্য সেন’ বিষয়ের উপরে ১২টি ক্লাস ও চারটি লোকবক্তৃতা অনুষ্ঠিত হবে। উদ্ভোবনী অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে ‘বাংলাদেশে অমর্ত্য সেনের চিন্তার প্রাসঙ্গিকতা’ শীর্ষক মূল বক্তব্য রাখেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। এই পাঠচক্রের আহবায়ক ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ জাভেদ। অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেন, যে ধরণের কাজের ভিত্তিতে একটা দেশ এগিয়ে যায় বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো সফল হয় সেই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে অন্য দেশের তুলনায় অনেক বেশি সাফল্য এসেছে। এনজিওগুলোর মধ্যে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক ও গণস্বাস্থ্য সব দিক দিয়েই খুবই সাবলীলভাবে এগিয়ে গেছে। তিনি আরও বলেন, অন্যদিকে সরকারি যে পরিকল্পনা তার মধ্যে রাস্তা ও যোগাযোগ প্রাধান্য পেয়েছে। একসময় যেখানে বাংলাদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এক দিনের বেশি লেগে যেত। সেখানে এখন দুই তিন ঘন্টার মধ্যে যাওয়া যায়। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পিছনে সবচেয়ে বড় অবদান মেয়েদের উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ এটা অনুধাবন করতে পেরেছিলো সমাজ চেতনায় নারী-পুরুষের যুক্ত অবদান প্রয়োজন। এই উদ্যোগটিই বাংলাদেশের প্রগতিকে এগিয়ে নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App