×

আন্তর্জাতিক

চীনে করোনার রোগী কমে যাওয়ায় হাসপাতাল বন্ধ

Icon

nakib

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০১:৩৮ পিএম

চীনে করোনার রোগী কমে যাওয়ায় হাসপাতাল বন্ধ

অস্থায়ী হাসপাতালের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে চীনের স্বাস্থ্যকর্মীরা

নতুন করে রোগী না থাকায় চীনে মরণঘাতি করোনা ভাইরাসের বিস্তৃতির সময় নির্মাণ করা অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে । সোমবার দেশটিতে মাত্র ৪০ জন নতুন রোগী পাওয়া গেছে যা ভাইরাসটি ছড়িয়ে পরার পর সবচেয়ে কম সংখ্যক মানুষ আক্রান্তের ঘটনা।

গত কয়েক সপ্তাহ ধরে হুবেই শহর থেকে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসছিল। শহরটির হাসপাতাল থেকে এ পর্যন্ত ৩১ হাজার রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। বিভিন্ন স্কুল ও স্টেডিয়ামে অস্থায়ীভাবে নির্মিত ১৬ টি হাসপাতালের মধ্যে ১১টি হাসপাতালের কার্যক্রম গুটিয়ে নেয়া হয়েছে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া।

সর্বশেষ রবিবার ২ হাজার রোগী ধারণ ক্ষমতাসম্পন্ন ২ টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। সেখানে চূড়ান্ত ব্যাচের ৬১ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। গতকাল  হুবাই শহরের বাইরে মাত্র ৪ জন আক্রান্ত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App